আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:০৯

নড়াইলে আলোচিত ডাকাত তুষার শেখের চোখে সুই ফুটিয়ে দিলো উত্তেজিত জনতা।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের তুষার শেখ (৩২) নামে এক যুবককে অপহরণ করে দু’চোখে সুই ফুটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তুষার ডাকাতিতে জড়িত বলে অভিযোগ।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে দিঘলিয়ার বউবাজার এলাকা থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে মারপিট করে তার দুচোখে সুই ফুটিয়ে রক্তাক্ত জখম করে কোলা-বয়রা সীমান্তে ফেলে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে তুষারের আত্মীয় স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

তুষার শেখ দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওদুদ শেখের ছেলে।

সম্প্রতি তুষার শেখ তার বাড়িতে ডাকাতি ও মারপিটের ঘটনায় নড়াইলের আদালতে একটি মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে মামলাটি লোহাগড়া থানায় নথিভুক্ত করা হয়। এ মামলা দায়েরের কারণে এলাকার লোকজন তুষারের ওপর ক্ষুব্ধ ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তুষার শেখের বিরুদ্ধে লোহাগড়া থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির সঙ্গে জড়িত।

এদিকে, তুষারের স্বজনরা অভিযোগ করেন, ঘটনার পর থানায় গেলেও তাদেরকে আগে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় সুই ফোটানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->