আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১০

নড়াইলে সড়কে গেলো বাইক চালক এসএসসি পরিক্ষার্থী মেহেদির প্রান

নড়াইল সদর উপজেলার এসএম সুলতান সেতু এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন (২৪) নামে এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।

গত রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আউড়িয়া ইউনিয়নের সুলতান সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে মেহেদী হাসান। সে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। বর্তমানে সে পরিবারের সাথে নড়াইল শহরের মহিষখোলা গ্রামে বসবাস করত। অন্যদিকে আহত ব্যক্তি হলেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের বাসিন্দা ইমরান হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহিষখোলার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে গোবরা এলাকায় মামাবাড়ি যায় মেহেদী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরে ফেরার পথে সুলতান সেতু এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে মেহেদী ও ভ্যানযাত্রী ইমরান দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->