আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ হেলাল এমপির মা আর নেই-শাহারুল ইসলামের শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা মোসা. রাজিয়া নাসের (৮৬) আর নেই।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আগামীকাল বাদ যোহর বনানী কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগ ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার ৫ ছেলের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের আসনের এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিক ভাবে শোক প্রকাশ করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিথ কুমার নাথ, সাধারন সম্পাদক শাহারুল ইসলাম জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান।

আরো সংবাদ