স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের ৬৪ জেলায় বিশেষ অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
অনুষ্ঠান নির্মাণের বিষয়গুলোর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিকথা, স্মৃতি ভাস্কর্য, বীরাঙ্গনাদের স্মৃতিকথা, নৃশংসতা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও মুক্তিযুদ্ধবিষয়ক সংশ্লিষ্ট বিষয়াদি।
এ ছাড়া বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থান ও ঘটনা নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শিরোনামে দেশের প্রতিটি জেলায় একটি করে অনুষ্ঠান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।