আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৬

বিমানবন্দরে প্রায় ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করেছে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এভসেক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ হাজার ৯০০ পিস উদ্ধার করে এভসেক। গার্মেন্টস পণ্যের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা ছিল।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ- উল আহসান শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ তথ্য জানান। তিনি বলেন, রপ্তানি কার্গোর নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরের এভসেক সদস্যরা গার্মেন্টস পণ্যের সঙ্গে আনুমানিক ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করেন।

এই চালান কোথায় যাচ্ছিল বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->