আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:৪০

বিশেষ কায়দায় লোকানো ৩৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার-আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানতে পারে যে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামক একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র ঢাকায় আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোর রাত থেকে সোনারগাঁও থানাধীন মেঘনা ঘাটে আশাড়িয়ার চর নামক স্থানে পুলিশ চেকপোস্টে অবস্থান নেয়। আজ ১৮ ডিসেম্বর ২০২২ বেলা আনুমানিক ১২:০৫ ঘটিকায় আভিযানিক দলটি রিলাক্স কিং পরিবহনের একটি বাস থামায়। উক্ত গাড়ির সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে কৌশলে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে গাড়ির পিছনের সিটের পিছনে বডির মধ্যে ফিটিং করা অবস্থায় ইয়াবা আছে। আভিযানিক দলটি এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়ির পিছনের বডির একটি অংশ খুলে সেখানে দুইটি প্যাকেটে ৩৬,০০০ (ছত্রিশ হাজার) পিস ইয়াবা পায়। এ ঘটনায় গাড়ির সুপারভাইজার ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়েছে। তারা হলেন যথাক্রমে-
১/জুবাইদ ভূইয়া @ বিদ্যুৎ (৩০), পিতা- হিরন মিয়া, সং-গাগুটিয়া, থানা- শিবপুর, জেলা- নরসিংদী।
২/মামুন(৫২) পিং- মৃত আলমাস, সাং- মিয়াপাড়া, থানা- বকশীগঞ্জ, জেলা-জামালপুর।
৩/আব্দুল আউয়াল সিদ্দিক(৩০), পিতা- মিজানুর রহমান, সাং- জাগিরপাড়া, থানা- বকশীগঞ্জ, জেলাঃ জামালপুর।

এরা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ