আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩৩

বৃষ্টির জন্য নামাজ আদায় করল হাজারো মানুষ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঘোষআনী গ্রামে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন গ্রামবাসী।

রোববার (১১ এপ্রিল) দুপুরে ওই গ্রামে হাজারো মানুষ দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায় করেন। এসময় নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন বয়রাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. সোলায়মান। এসময় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হাজারো মানুষ এই প্রার্থনায় অংশগ্রহণ করে।

এই বিষয়ে মুফতি আবু নাঈম মুহাম্মদ কাউসার বলেন, বৃষ্টি না হওয়াতে তাপপ্রবাহে দেশের মানুষের সমস্যা ও দুঃখ আর কষ্ট হতে থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি বা পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নাত। এটিকে আরবিতে বলা হয় ‘ইসতিসকা’ অর্থাৎ পানি প্রার্থনা করা। হাদিস শরিফে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত