আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৬

বেরোবি ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

রাজধানীতে বসে মিথ্যাচার ও শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে অবাঞ্চিত ঘোষণা  করা হয়েছে। আজ বৃহস্পতিবার, ৪ মার্চ বঙ্গবন্ধু পরিষদ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে। ঢাকায় সংবাদ সম্মেলনে উপাচার্য বক্তব্য দেয়ার পরপরেই তাঁকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

এদিকে আজ সন্ধ্যায় মিথ্যাচারের অভিযোগে মশাল মিছিল ও নাজমুল আহসান কলিমউল্লাহর কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ রাষ্ট্রপতির নির্দেশনা অমান্য করে ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতি, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ধামাচাপা দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ‘ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ, শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, নিয়োগ বোর্ডের সভাপতি হয়েও তিনি অনুপস্থিত ছিলেন।’

মশিউর রহমান অভিযোগ করেন, ‘নিরাপত্তাহীন ক্যাম্পাস, ইচ্ছেমত পদোন্নতি, আইন লঙ্ঘন করে একাডেমিক প্রশাসনিক পদ দখল ও ক্রয় প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন, উপাচার্যের অনুমোদিত ও  অনিয়মতান্ত্রিক ফাউন্ডেশন ট্রেইনিং, ঢাকাস্থ লিয়াজো অফিসে অতিরিক্ত খরচ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, চরম শিক্ষক সংকটসহ নানান অনিয়ম দুর্নীতিতে জড়িত।’  

‘গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ বিষয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদনে উপাচার্যকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়ায় আজ বৃহস্পতিবার তিনি ঢাকায় বসে মিথ্যাচার করেছেন।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত