আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫১

মাগুরা ছাত্রলীগের সম্মেলন আগামীকাল

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে আগামীকাল মঙ্গলবার মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষে জেলা ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল।
উল্লেখ্য,  দীর্ঘ প্রায় ৫ বছর পর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৭ সালের ৮ মে সর্বশেষ মীর মেহেদী হাসান রুবেলকে সভাপতি ও আলী হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত