আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:২২

যশোরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নে ঠাণ্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাতিবিলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ঠাণ্ডু বিশ্বাস ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

যশোর জেলা পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার  বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে পাতিবিলা বাজারে ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসকে অজ্ঞাত কয়েকজন উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।

এতে তার পেটের ভুড়ি বের হয়ে যায়। তাৎক্ষণিক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত