আজ - বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৩১

যশোরে বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমান আদালতের হানা

যশোরের অভয়নগরে বাল্যবিয়ের চেষ্টা করায় বরকে ১৫ দিনের কারাদণ্ড ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানজিলা আখতার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বর হানিফ মোল্যা (২৫) উপজেলার বৌবাজার এলাকার হায়দার আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানজিলা আখতার জানান, বুধবার দুপুরে উপজেলার আমডাঙ্গা গ্রামে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রাজমিস্ত্রী হানিফ মোল্যার বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩ টার দিকে আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে কনের বাবা আজগর মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বৌবাজার এলাকায় হায়দার আলীর বাড়িতে পৌঁছালে বরকে বিয়ের সাজে পাওয়া যায়। এসময় বর হানিফ মোল্যা তার অপরাধ স্বীকার করলে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরো সংবাদ