আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০২

যশোর কচুয়ায় ছুরিকাঘাতে যুবক জখম, মামলা-৫

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া মোড়ল পাড়ায় রনি মোড়ল (৩০) নামে এক যুবককে মারপিট এবং ছুরিকাঘাতে জখমের ঘটনায় রনির পিতা শামসুর রহমান শনিবার (১০ অক্টোবর) রাতে ৫ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।

আসামিরা হলো, একই এলাকার মৃত লস্কার মোড়লের দুই ছেলে রশিদ মোড়ল (৫০), শহিদ মোড়ল (৪৭), রশিদ মোড়লের ছেলে মেহেদী (১৯), মৃত মেসের ফকিরের দুই ছেলে ইনার আলী (৫০) ও ওমর আলী (৪৫)।

রনির পিতার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের সাথে জমি নিয়ে তাদের বিরোধ তৈরি হয়। এ কারণে তারা বিভিন্ন সময় ক্ষতি করার হুমকি দিতো। গত ৬ অক্টোবর বিকেলে আসামিরা বেআইনিভাবে অস্ত্র নিয়ে তার ছেলে রনিকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়ির সামনে পেয়ে তাকে বেপরোয়া মারপিট শুরু করে। এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়। পরে ফের হুমকি দিয়ে আসামিরা চলে যায়। আহত রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত