আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৪

যশোর চৌগাছায় গাছের সাথে মটর সাইকেলে ধাক্কায় প্রান গেলো কিশোরের।

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সাগর (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা–মাসিলা গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর মাসিলা গ্রামের নিজ বাড়ি থেকে একটি এপাচি আরটিআর মোটরসাইকেল (নম্বর– যশোর-ল-১২-২৮০৮) নিয়ে চৌগাছার উদ্দেশে রওনা দেন। পথে মজনুর মিয়ার বাড়ির সামনে পৌঁছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কাঁঠাল গাছে ধাক্কা দেন। এতে তার বুকে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগর মাসিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানার উপপরিদর্শক (নিঃ) মেহেদী হাসান মারুফ ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->