আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:১১

রাজধানীতে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ইয়াবাসহ মো. আজিজ নামে পুলিশের এক এএসআইকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।

রোববার ওই এএসআইকে ১৪৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব-১০। রাতে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার এএসআই মো. আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আরো সংবাদ