আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২১

স্থগিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে প্রশাসন।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (চলতি দায়িত্ব) দফতর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ববির প্রক্টর সুব্রত কুমার দাস সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক (সম্মান), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

উল্লেখ, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ববির বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয় গত ২৮ ডিসেম্বর। এর আগে করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত