আজ - বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:৪৩

হনুমানের আবাসভূমি কেশবপুরে হঠাৎ বানরের আগমন

হনুমানের আবাসভূমি কেশবপুরে শনিবার সকালে শহরের সাহাপাড়া এলাকায় হঠাৎ একটি বানর ঘোরাঘুরি করতে দেখা গেছে। শহরের পুরনো গো-হাটা এলাকা থেকে ওই বানরটি সাহাপাড়ার ভেতর ঢুকে এক গাছ থেকে আরেক গাছে বিচরণ করতে থাকে। হঠাৎ এলাকায় একটি মর্দা (পুরুষ) বানরের ঘোরাঘুরি দেখে অনেকেই পিছু নেয়।

বানরটি যখন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে তুলাপট্টি পুকুর এলাকায় ঢুকে পড়ে তখন ৫-৭টি কুকুর তাকে তাড়া করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বানরটি উল্টো কুকুরদের তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। গতবছরও একটি বানর শহরের ত্রিমোহিনী মোড় এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। বন বিভাগ সূত্রে জানা গেছে, কেশবপুরে উন্মুক্তভাবে বানরের কোন বিচরণ নেই। 

হনুমানের আবাসভূমি কেশবপুরে কোথা থেকে বানরটি এলো তা নিয়ে মানুষের ভেতর নানামুখী গুঞ্জনও শুরু হয়। অনেকেই বলতে থাকেন এলাকায় আসা বেঁদে সম্প্রদায়ের পোষা হতে পারে বানরটি। কৌশলে ছাড়া পেয়ে এলাকায় ঢুকে পড়েছে। 

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, কেশবপুরে উন্মুক্তভাবে বানরের বিচরণ নেই। এটি কারও পোষা হতে পারে। কৌশলে বানরটি ছাড়া পেয়ে শহর এলাকায় ঘোরাঘুরি করছে।

আরো সংবাদ