আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:১৩

হেফাজত ইসলামের নেতা আইয়ূবী গ্রেপ্তার

হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর পল্টন থানায় করা নাশকতা ও সহিংসতার মামলায় বৃহস্পতিবার ভোরে সিংগাইরে নিজ বাড়ি থেকে আইয়ূবীকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি দল।

র‍্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর এখন পর্যন্ত খালিদ সাইফুল্লাহ আইয়ূবী র‍্যাবের কাছে আছে। তাকে কিছু পরেই পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে সহিংসতা হয় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায়।

এ ঘটনার পর থেকে সরকারের সঙ্গে হেফাজতের দূরত্ব বাড়তে থাকে। বিভিন্ন মামলায় গত কয়েক দিনে গ্রেপ্তার হয় ধর্মভিত্তিক সংগঠনটির বেশ কয়েকজন নেতা। ১৮ এপ্রিল দুপুরে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে।

আরো সংবাদ