আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:০০

৭৩৭ গুণ বাজেট মৌলিক অধিকার দিতে ব্যর্থ : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৭৩৭ গুণ বাজেট বাড়লেও মৌলিক অধিকার দিতে ব্যর্থ হবে যদি দেশে সততার রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-সংস্কৃতি প্রতিষ্ঠা না হয়। আর তাই চাই, সবার আগে মানুষের মানবিক মূল্যবোধ বৃদ্ধি। ২৯ মে বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘৫০ বছরের বাজেট ও বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিদিন নীতিহীন মানুষদের কারণে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। যা প্রতিরোধে কোন ব্যবস্থা নেই, কেবল লুটপাটের ও পাচারের সুযোগ বাড়াচ্ছে সরকার। এসব দুর্নীতি প্রতিহত করার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

আরো সংবাদ