আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:৫৭

ফেসবুকে নেতিবাচক পোস্ট, ১০ শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতির লক্ষ্যে প্রকাশিত খসড়া তালিকা নিয়ে নেতিবাচক পোস্ট বা প্রকাশিত সংবাদ শেয়ার করায় ১০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

১ লা মার্চ সোমবার মাউশি ওই নোটিশ প্রদান করা হয়। এতে বলা হয়, আপনি বা আপনার নামীয় আইডি থেকে খসড়া গ্রেডেশন তালিকা নিয়ে নেতিবাচক কিছু পোস্ট বা প্রকাশিত সংবাদ শেয়ার করেছেন যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে পরিচালক কক্ষে উপস্থিত হয়ে কারণ দর্শানো ও জবাব দেয়ার নির্দেশনা দেয়া হলো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত