আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০০

ধর্ষণের অভিযোগে ২ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

টেকনাফের শামলাপুর ক্যাম্পে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ এবিপিএনের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার একজন হলেন ২২ বছরের আয়াছ। আরেকজন অপ্রাপ্তবয়স্ক।

তারিকুল জানান, তাদের বিরুদ্ধে উখিয়ার জামতলী ক্যাম্প থেকে এক রোহিঙ্গা তরুণীকে কয়েক দিন আগে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা মেয়েটির খোঁজ পেয়ে এপিবিএনকে জানায়।

খবর পেয়ে শামলাপুর এপিবিএন ক্যাম্পের একটি ঘর থেকে মেয়েটিকে উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে। মেয়েটি জানায়, চার দিন ধরে তাকে ওই দুইজন আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে টেকনাফ থানায়। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->