আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:১৩

হাতিয়ার নৌ-পুলিশে অর্ধ কোটি টাকার কারেন্ট জাল পোড়ালো

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে দুই দফায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে নৌ-পুলিশ। আটককৃত জালের অনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে হাতিয়ার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১লক্ষ মিটার কারেন্ট জাল আটক করে নৌ-পুলিশ। এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে নৌ-পুলিশ। পরে আটককৃত জাল গুলো দুই দফায় আগুনে পুড়িয়ে দেয় নৌ-পুলিশ।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, কয়েকজন জেলে হাতিয়ার মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ও এর আগে গতকাল বুধবার সকালে মেঘনা নদীতে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ।

এসময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

আরো সংবাদ