আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপুল ফারাজীর ব্যতিক্রম উদ্যোগ

স্টাফ রিপোর্টার :  যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রম প্রচারণা আয়োজন করে জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

এদিন তিনটি পিকআপ ব্যানার দিয়ে সাজিয়ে পৌর এলাকাসহ ৯টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল প্রদক্ষিণ করা হয়।এ সময় প্রচার মাইকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়। একই সাথে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এতে সহযোগিতা করে উপজেলা ছাত্রলীগ। এ প্রচারণায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ ছাত্রলীগের নেতা -কর্মীরা।

ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন,সারাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় রাজনৈতিক  কর্মকাণ্ড পালন করা যাচ্ছেনা।  তবুও আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এমন অনুষ্ঠানের আয়োজন করেছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত