আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৪৯

কলারোয়ায় নৌকার প্রার্থী বদলের দাবি

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ উপজেলা ও পৌর শাখা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা স্লোগানের মাধ্যমে আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুলের বদলে উপজেলা সহ-সভাপতি আলহাজ শেখ আমজাদ হোসেনকে প্রার্থী করার দাবি করেন।
কর্মসূচিতে বিভিন্ন এলাকার কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত