আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৭

কেশবপুরে ইরি কোকুন, ড্রাম, ময়েশ্চার মিটার এবং ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের উপকরণ বিতরণ

কেশবপুর  (যশোর) প্রতিনিধি ॥ যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে ক্রয়কৃত ইরি কোকুন, বীজ সংরক্ষন ড্রাম, ময়েশ্চার মিটার এবং ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের উপকরণ রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উক্ত উপকরণ বিতরন করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন ও ইমরান বিন ইসলাম।

আরো সংবাদ