আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫২

খুলনা বিভাগের চার জেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা

আওয়ামী লীগের খুলনা বিভাগের চার জেলার সম্মেলনার তারিখ চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী মাগুরা জেলার সম্মেলন আগামী ১৪ মে, চুয়াডাঙ্গা জেলার ১৫ মে, মেহেরপুর জেলার ১৬ মে এবং ঝিনাইদহ জেলার সম্মেলন ১৭ মে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক  কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে সংগঠনকে তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। এজন্য তৃণমূল থেকে সকল পর্যায়ে শক্তিশালী আওয়ামী লীগ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামী মে মাসে খুলনা বিভাগের উল্লেখিত চার জেলাগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত