আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৯

চৌগাছায় পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পাট ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ।


সোমবার (১২ই জুলাই) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন শ্মশানের পাশের পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানাায়, চৌগাছা-ঝিকরগাছা সড়কের মনমথপুর গ্রাম পার হয়ে বেড়গোবিন্দপুর বাওড়ের শ্মশানের কাছে (লস্করপুর মাঠ নামে পরিচিত) চাঁনপুর গ্রামের অমেদ আলীর পাট ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । পরবর্তীতে স্থানীয়দের সংবাদে চৌগাছা থানার এসআই আতিক ঘটনাস্থলে পৌছে লাশটি পুলিশ হেফাজতে নেন।

ঘটনাস্থলে উপস্থিত এসআই আতিক বলেন, লাশের মুখে কসটেপ প্যাচানো ছিলো। দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে মারা হয়েছে। কোনো এক সময় তাকে হত্যা করেছে দূর্বত্তরা। লাশটি ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত