আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০৮

জুয়েলকে পুড়িয়ে হত্যা, খাদেমসহ আরো ৫ জন গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু ইউনুস শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যাক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মসজিদের খাদেম জুবেদ আলীসহ আরো ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগেও আরো ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

রবিবার রাতে ওই খাদেম জুবেদ আলীকে বুড়িমারী বাজার থেকে গ্রেফতার করা হয়। আজ সোমবার গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর কেন্দ্রীয় মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগে তুলে বৃহস্পতিবার শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে মারে বিক্ষুব্ধরা। পরে লাশ পুড়িয়ে ফেলা হয়। পরে গোয়েন্দা সংস্থা ও মানবাধিকার সংস্থার তদন্তে জানা যায় সেখানে কোরআন অবমাননার মতো কোনও ঘটনাই ঘটেনি।

এ ঘটনায় ৩টি মামলা হয়েছে। নিহতের পরিবার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ও পুলিশ পৃথক পৃথক এ মামলা তিনটি দায়ের করে। জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

স্বাআলো/আরবিএ

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত