আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০৯

‘তোমার মত ছেলে পেয়ে আমি ধন্য’

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টপাধ্যায়ের সংসার ভাঙার গুঞ্জন শরু হয়েছে বেশ কিছুদিন হলো। খবর রেটেছে তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে শ্রাবন্তীর। এরই মাঝে ছেলে ঝিনুকের সঙ্গে সুন্দর মুহূর্তের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ছেলের সঙ্গে ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘তোমার মত ছেলে পেয়ে আমি ধন্য, মা তোমায় অনেক ভালোবাসে’।

ছবিতে কালো টপে পরে থাকতে দেখা গেছে শ্রাবন্তীকে। অন্যদিকে ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর পরনে সবুজ টি-শার্ট। তাদের হাতে একটি ব্যাগও রয়েছে। ধারণা করা হচ্ছে বাজারে কেনাকাটা সেরে বাসায় ফেরার পথে ছেলের সঙ্গে ছবিটি তুলেছেন শ্রাবন্তী। তবে ছবিতে ছেলে অভিমন্যুকে কিছুটা গম্ভীর দেখাচ্ছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন হলো শ্রাবন্তী ও রোশান দু’জনেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একে অপরের সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেছেন। তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে শ্রাবন্তী প্রকাশ্যে কোনও মন্তব্যই করেননি। তিনি আপাতত ব্যস্ত তার আগামী প্রজেক্ট নিয়ে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত