আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০১

দায়িত্ব পেয়ে গনমাধ্যমে যা বললেন ডিজি

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ দায়িত্ব পেয়ে গণমাধ্যমে কথা বলেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করতে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো। দায়িত্ব বুঝে নেয়ার পর এই বিষয়ে সবার সঙ্গে কথা বলবো।

ডা. আবুল বাসার বলেন, আমি আশা করছি স্বাস্থ্য অধিদফতরের চলমান সমস্যা কাটিয়ে উঠতে পারবো। সবাইকে পাশে নিয়ে আমি সমস্যা মোকাবিলা করতে চাই। চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে কাজ এগিয়ে নিতে চাই।

এর আগে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর তার পদত্যাগপত্র গ্রহণ করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর কয়েক ঘণ্টা পরই নতুন মহাপরিচালক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দেয় সরকার।

আরো সংবাদ