নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের নয়ন শেখকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসান কাজীর ছেলে সবুজকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ হতাহতের ঘটে। নিহত নয়ন বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে। সবুজের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বয়রা গ্রামের গোলজার শেখের সঙ্গে নিহত নয়নদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। এর জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় জানান, নয়ন স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য মোটরসাইকেলে লোহাগড়ায় যাওয়ার পথিমধ্যে বয়রা পূর্বপাড়া এলাকায় হত্যাকান্ডের শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা সবুজকেও ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।