আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৪

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রান গেলো স্বামী স্ত্রীর।

নড়াইলের নড়াগাতী থানাধীন খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন।

নিহতরা হলেন নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার বাসিন্দা জাফর মামুন (৭২) এবং তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। তারা ইজিবাইকে করে বাড়ি থেকে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে তালবাড়িয়া এলাকায় একটি বালুবাহী ট্রলি তাদের ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই এই দম্পতি নিহত হন।

ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত জাফর ও মর্জিনা বেগমের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছেন, তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->