আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০০

যশোর চৌগাছায় বালুবাহী ট্রলি সাথে বাইকের সংঘর্ষে প্রান গেলো দুই কিশোরের।

চৌগাছা ঝিকরগাছা সড়কে ভাদড়া মোড় নামক স্থানে মাটি বোঝাইকৃত টলির পিছনে মটরসাইকেলের ধাক্কা মটরসাইকেলের দুই আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে। নিহতরা হলো উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডু
গ্রামের মন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৫) ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দুই যুবক মোটরসাইকেল নিয়ে চৌগাছা বাজারে ঘুরতে আসার জন্য বাড়ি থেকে সকাল সাড়ে দশটার দিকে রওনা হয়। পথিমধ্যে তারা ঝিকরগাছা সড়কের ভাদড়া মোড়ে পৌঁছালে মাটি বোঝাইকৃত টলির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই তারা দুইজন মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে হাজির হয়ে পুলিশ হয়।
এ রিপোর্ট লেখা পড়ন্ত নিহতদের মরদেহ ঘটনা স্থলেই রয়েছে। তবে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর জন্য কাজ করছে চৌগাছা থানা পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->