নড়াইলের লোহাগড়ায় একজন কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষক মোক্তার মীর (৫০) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত সৈয়দ জাফর আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মোক্তার মীরের সাথে একই গ্রামের প্রতিবেশী মিজানুর শিকদারের মধ্যে দিনমজুর দেওয়াকে কেন্দ্র করে শনিবার(৩০ জুলাই) বিকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার দিকে মিজানুর শিকদার, ইমান সরদার, আফজাল, মনামিয়া, মোমতাজ বেগম, নাসিমা বেগমসহ ৭/৮ জন লাঠিসোটা নিয়ে মোক্তার মীরের বাড়ীর পাশে রাস্তার ওপর ঘিরে মোক্তার মীরকে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় ঠেকাতে গিয়ে মোক্তার মীরের ছেলে ইসমাইল মীর (২২) আহত হয় । রাতেই গুরুতর আহত মোক্তার মীরকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রোববার(৩১ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে সকাল ৯ টার দিকে তিনি মৃত্যূর কোলে ঢলে পড়েন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।