আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:০৪

শাহজালালে প্রায় ৭ কেজি সোনাসহ এক নারী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮শ গ্রাম ওজনের ৫৯ পিস  সোনার বারসহ এক মার্কিন পাসপোর্টধারী নারীকে (প্রবাসী যাত্রী)  গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। গ্রেফতারকৃতের নাম  শাহানাজ চৌধুরী (৫৫)। তার পাসপোর্ট নং- ৬৪৬৪২৭৯২৭।  আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
আজ মঙ্গলবার সকালে  ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টীমের  ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২)  উড়োজাহাজটি  শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিল শাহানাজ চৌধুরী।  এরপর বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাকে আটক করা হয়।  তার কাছ থেকে কালো রঙয়ের দু’টি বেল্ড এর ভেতরে রক্ষিত অবস্থায় ৫৯ পিস সোনারবার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে ঢাকায় আসেন।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় দু’টি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ