আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪০

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় সাংবাদিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপের ধাক্কায় মো মহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোবিবার রাত ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার বাইগুনি মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নিকট থেকে পুলিশ দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টারের একটি আইডি কার্ড উদ্ধার করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আব্দুল মাজেদ বিশ্বাসের ছেলে।

পাটকেলঘাটা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মোটরসাইকেল চালক রাত ৭টার দিকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় সামনে দিক থেকে একটি বাইসাইকেল রাস্তা ক্রস করে বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই বাইসাইকেলে ধাক্কা লেগে বেধে যায়। এ সময় পেছন দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি মাছের পিকআপ মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে উল্টে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মহিদুল ইসলাম নিহত হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->