আজ - সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫২

সিইসির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় মিছিল রাস্তা অবরোধ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নৌকা প্রতীকের সমর্থকরা।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন তারা। এসময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও বিচার দাবি করেন তারা।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থকরা উপজেলার চত্বরের প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।

এ সময় গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম শহীদ রঞ্জু, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, যখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হতে চলছে তখনই প্রধান নির্বাচন কমিশনার বিএনপি-জাতীয় পার্টির এজেন্ডা হিসেবে কাজ করে নির্বাচন স্থগিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কথা বলে দুপুরে নির্বাচন বন্ধ করে দেয় কমিশন।

গাইবান্ধা-৫ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৯৮জন। আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের কুলা প্রতীকে জাহাঙ্গীর আলম, স্বতন্ত্রপ্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

আরো সংবাদ