আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৩৩

ডিবির কার্যালয় থেকে আদালতে মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুলের হককে গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হচ্ছে।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মামুনুলকে রাজধানীর মিন্টোর রোডের ডিবি কার্যালয় থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আদালতের উদ্দেশে নিয়ে বের হয়। 

সূত্র জানায়, রাজধানী মোহাম্মদপুর থানায় মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড চাইবে মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাজেদুল। তার রিমান্ড বিষয়ে শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে অনুষ্ঠিত হবে।

মামুনুলের বিরুদ্ধে ১৭ মামলা

ডিএমপি সদরদফতর সূত্রে জানা গেছে, ডিবির মতিঝিল বিভাগে তদন্তাধীন আটটি মামলা, লালবাগ বিভাগে তদন্তাধীন দুটি মামলা এবং তেজগাঁও বিভাগে তদন্তাধীন একটি মামলার এজাহারভুক্ত আসামি মামুনুল হক। এছাড়া মতিঝিল থানায় তদন্তাধীন একটি এবং পল্টন থানায় তদন্তাধীন চারটি মামলায় তার নাম রয়েছে। ১৬টি মামলার মধ্যে ১৫টিই হয়েছে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের পর। ওই ১৫ মামলার বাদী পুলিশ। ১৬ মামলার অন্যটি সম্প্রতি পল্টন থানায় দায়ের করেন যুবলীগের এক নেতা।

আরো সংবাদ