আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৭

নওয়াপাড়া পৌরসভা নির্বাচন : কোন কেন্দ্রে কতজন ভোটার?

আসন্ন ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে রয়েছে নানামুখি কৌতুহল। কোন ওয়ার্ডে এবং কোন কেন্দ্রে কতজন ভোটার এ নিয়েও ভোটারদের রয়েছে জিজ্ঞাসা। ভোটার ও প্রার্থীদের সুবিধার্থে তাই পোষ্ট পিয়নের আয়োজন।

জেনে নিন নওয়াপাড়া পৌরসভার কেন্দ্র সমূহের নাম ও ভোটার সংখ্যা ।

পৌরসভার ওয়ার্ড নং-০১

কেন্দ্র মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহাকাল (পূর্ব পার্শ্বের দ্বিতলা ভবন), ভোটার সংখ্যা ২৩৩৫ জন। মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহাকাল (উত্তর পার্শ্বের দ্বিতল ভবন, ২য় তলা) ভোটার সংখ্যা ২১৩৩ জন, মহাকাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহাকাল ( উত্তর পার্শ্বের দ্বিতল ভবন, নিচতলা) ভোটার সংখ্যা ২২০৬ জন।

পৌরসভার ওয়ার্ড নং ০২

আহম্মদ আলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মশরহাটি, ভোটার সংখ্যা১৯৪৯ জন। আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়, ভোটার সংখ্যা ২০৮৬ জন। নোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া উত্তর ভোটার সংখ্যা ১৭২৬ জন।

পৌরসভার ওয়ার্ড নং- ০৩
ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়( উত্তর-পূর্ব) ভোটার সংখ্যা ২৩৯০ জন, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণ অংশ ধোপাদী( উত্তর-পূর্ব) ভোটার সংখ্যা ২১৯২ জন, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর অংশ, ধোপাদী( উত্তর-পূর্ব) ভোটার সংখ্যা ২১৩৩ জন।

পৌরসভার ওয়ার্ড নং -০৪

নওয়াপাড়া মডেল কলেজ( উত্তর অংশ, ৪র্থ তলা ভবন) নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা, ২০৯৬ জন, নওয়াপাড়া মডেল কলেজ( পশ্চিম অংশ ২য় তলা ভবন) নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২০৯৪ জন। শহীদ নজিবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২১৮০ জন, নওয়াপাড়া হিজবুল্লাহর দাখিল মাদ্রাসা, নওয়াপাড়া দক্ষিণ ভোটার সংখ্যা ২১৭৪ জন।

পৌরসভার ওয়ার্ড নং – ০৫

বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরখোলা ভোটার সংখ্যা ১৫৭৯ জন, আলহেলাল ইসলামী একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুইকরা মধ্য ভোটার সংখ্যা ২০৯৪ জন, আলহেলাল ইসলামী একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, বুইকরা মধ্য ভোটার সংখ্যা ১৯৫৭ জন, পূর্ব বুইকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন), বুইকরা মধ্য ভোটার সংখ্যা ২১৭০ জন, পূর্ব বুইকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ( পুরাতন ভবন), বুইকরা মধ্য ভোটার সংখ্যা ২০৬৭ জন।

পৌরসভার ওয়ার্ড নং -০৬

নওয়াপাড়া মহিলা কলেজ গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২২৬১ জন, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়, গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২১৯৫ জন, নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় ( মূল ভবন), গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২৪১৭ জন, নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় (নতুন ভবন) গুয়াখোলা দক্ষিণ ভোটার সংখ্যা ২৩৯৯ জন।

পৌরসভার ওয়ার্ড নং – ০৭

সিরাজকাটি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সিরাজকাটি ভোটার সংখ্যা ২৭৮৯ জন, একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, একতারপুর পূর্ব ভোটার সংখ্যা ১৫২৮ জন, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতারপুর পূর্ব ভোটার সংখ্যা ১৫৪৬ জন।

পৌরসভা ওয়ার্ড নং -০৮

জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাফরপুর ভোটার সংখ্যা ২০২২ জন, গাজীপুর রাউফিয়া কামিল মাদ্রাসা, গাজীপুর উত্তর ভোটার সংখ্যা ২৩০৬ জন, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভারপাড়া উত্তর ভোটার সংখ্যা ১৯০১ জন

পৌরসভা ওয়ার্ড নং-০৯

রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়, রাজঘাট উত্তর ভোটার সংখ্যা ২১৭৮ জন, রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাজঘাট উত্তর ভোটার সংখ্যা ২০৮৩ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত