আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫০

নাটোরে দুই গ্রুপের সং’ঘ’র্ষে গু’লি’বি’দ্ধ’স’হ আ’হ’ত ১৩

নাটোরের সিংড়ায় পূর্ববিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাহিয়া বেড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডাহিয়া বেড়াবাড়ি এলাকায় সাইফুল গ্রুপ ও আনোয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব দীর্ঘ দিন থেকে চলে আসছিল। ২০১৬ সালে উভয় পক্ষে সংঘর্ষে আনোয়র গ্রুপের রেজাউল নামের এক ব্যক্তি নিহত হন। এরপর থেকে দুই গ্রুপের দ্বন্দ্ব আরও বেড়েছে। শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এ সময় গোলাগুলিরও ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওই দুই গ্রুপের দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, স্থানীয়ভাবে কয়েক দফায় চেষ্টা করেও দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসন করা সম্ভব হয়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে সংঘর্ষের পর উভয় পক্ষের নয়জনকে আটক করা হয়ছে।

আরো সংবাদ