আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৯

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি আটক -১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জয়পুরহাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমানুল্লাহ আমানের বাড়ি বিয়ালা মধ্যপাড়া গ্রামে।

পুলিশ জানায়, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম ও হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে আমান শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

এ ঘটনায় কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আমানকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত