আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৩০

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯টি স্বর্ণের বারসহ ১ পাসপোর্ট যাত্রী আটক।

 

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।

সোমবার (৭ নভেম্বর) সকালে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।আটককৃত সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বামনা থানার সিংরাবুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে এক যাত্রী স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে, এমন গোপন খবরে, বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেয়। এবং সন্দেহভাজন সিদ্দিকুর নামে ওই যাত্রী তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

তার পেটের মধ্যে আর কোন স্বর্ণ আছে কিনা তা পরীক্ষার জন্য বেনাপোলের একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করা হয়। রিপোর্টে তার পেটে কোন স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি।

পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ টি স্বর্ণের বার উদ্ধার।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

আটক স্বর্ণ ও মামলা দিয়ে পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত