আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:০২

বেনাপোল সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ আটক -১

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল ওহাব (৪০) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় অভিনব কায়দায় পাচারকারীর প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাধা ১০ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ১.১৬৬ কেজি। আটক আব্দুল ওহাব বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯’বিজিবি) পরিচালক সেলিম রেজা (পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন অপতৎপরতা ও কর্মকান্ড রহিত করণের লক্ষ্যে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান বেনাপোল দিয়ে ভারতে পাচার হবে। যার ফলশ্রুতিতে মঙ্গলবার রাতে বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে যশোরের নাভারণ হতে বেনাপোল গামী একটি ইজিবাইকে যাত্রী হিসাবে বসা এক সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশীকালে ভারতে পাচারের উদ্দেশ্যে আনিত ১.১৬৬ কেজি ওজনের ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমাণিক সিজার মূল্য আশি লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ