প্রকাশিত : » ১৬ মার্চ ২০২১, সময়: » ১২:৩২ অপরাহ্ণ, পঠিত: » 208 views
ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে ভোটে হেরে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে গরু চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ মার্চ) ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।রফিকুল ইসলাম ২০২০ সালের ২০ অক্টোবর লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচনে পরাজিত প্রার্থী।আব্দুল মান্নানসহ এলাকাবাসীরা জানান, গত কয়েক দিন ধরে উপজেলার ফরাজগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়ে চলছে। কিন্তু গরু চোর এখনো ধরা পড়েনি। তবে এসময় রফিকুল ইসলামের বাড়িতেও নতুন নতুন গরু দেখতে পায় এলাকাবাসী।গত শুক্রবার তার বাড়িতে নতুন আরো দুইটি গরু দেখে তাদের সন্দেহ বেড়ে যায়। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ফরাদ হোসেন মুরাদকে জানালে তিনি চৌকিদার পাঠিয়ে দুইটি গরু জব্দ করেন। এসময় রফিকুল ইসলাম পালিয়ে যান।তারা আরো জানান, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অনেক টাকা খরচ করেও হেরে যান রফিকুল ইসলাম। হেরে যাওয়া ক্ষোভে রফিকুল তার ছেলেকে নিয়ে নিজের এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের গরু চুরি করছেন বলে অভিযোগ জানান তারা।এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলামকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি এবং তার মোবাইল নাম্বারে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরাদ হোসেন মুরাদ বলেন, ‘স্থানীয়রা অভিযোগ করলে আমি চৌকিদার পাঠিয়ে রফিকুলের বাড়ি থেকে গরু জব্দ করি। পরে শনিবার (১৩ মার্চ) মান্নান নামের এক ব্যক্তি নিজেকে প্রকৃত মালিক দাবি করে উপযুক্ত প্রমাণ দিয়ে গরু নিয়ে যায়। এ ঘটনার পরে রফিকুল ইসলাম এলাকা থেকে পালিয়ে গেছেন’।তিনি আরো জানান, ‘রফিকুল এলাকায় আসলে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিব’।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।