
মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা করেছে আরেক বন্ধু। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায়। বন্ধু সাধক চন্দ্র রায়কে (২৫) হত্যার স্বীকারোক্তি দিয়েছে মনোদ্বীপ রায় (২৫) ওরফে মম। তারা একে অপরের ঘনিষ্ট বন্ধু ছিল।
আজ শনিবার (২৮ জুন) আসামির স্বীকারোক্তির প্রেক্ষিতে, নিহত সাধক চন্দ্র রায়ের ব্যবহৃত মোটরসাইকেলটি সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ঈশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এসময় দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত ছিলেন।
এর আগে, ঘটনার চারদিন পর শুক্রবার (২৭ জুন) মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঠাকুরগাও থেকে হত্যাকারী মনোদ্বীপ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এর পরে সাধকের মা ছেলেদের টাকা ধার দেয়ানেয়ার বিষয়টি মনোদ্বীপের মাকে জানায়। এতে মনোদ্বীপ রায়কে তার মা বকাঝকা করেন। এ নিয়ে মনোদ্বীপ রায় ক্ষিপ্ত হয়ে গত সোমবার (২৩ জুন) রাতে সাধককে ডেকে নিয়ে চেয়ারম্যানের বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনোদ্বীপ পাশে পড়ে থাকা বাশের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করে।