আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫০

মা-ছেলেসহ ৪ জন ১৩৪২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার

মা-ছেলেসহ ৪ জন ১৩৪২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ফেনী জেলার রামপুরস্থ পাকা রাস্তার থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।মাদক ক্রয় বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম একটি টীম গত ১৮ মার্চ ১২ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহেল,আয়েশা বেগম, জাহানারা বেগম, জহুরা বেগম আটক করতে সক্ষম হয় র‍্যাব ৭।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে আসামী সোহেলের পরিহিত প্যান্টের পকেট ও অন্যান্য আসামীদের পরিহিত পোষাকের ভিতর হতে মোট ৫২ টি নীল ও সাদা স্বচ্ছ রংয়ের পলি প্যাকেটে সর্বমোট ১৩,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করে র‍্যাব-৭।

আসামী মোঃ সোহেল এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় মাদকদ্রব্য সংক্রন্তে ১টি, ২ আসামী আয়েশা বেগম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এবং বাঁশখালী থানায় মাদকদ্রব্য সংক্রন্তে ২টি এবং আসামী জহুরা বেগম এর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানায় ১ টি অস্ত্র এবং ১টি মাদকদ্রব্য আইনে মামলা চলমান।
আসামী সোহেল হোসেন ও আসামী আয়েশা ছেলে ও মা।

আরো সংবাদ