আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৮

যশোরে কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু।

যশোরে কামরুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি শহরের ঘোপ সেন্ট্রাল এলাকার মৃত খোকা মিয়ার ছেলে। কালেক্টরেট মার্কেটে তার মা বোরকা হাউজ নামে একটি দোকান রয়েছে।
মৃতের স্বজনরা বলছেন, ৭ মার্চ শবে বরাতে রাত ৯ টার দিকে নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান। একপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিলো। ভোর ৪ টার দিকে খুলনার ফুলতলা থেকে তাদের কাছে ফোন আসে কামরুল ইসলাম অসুস্থ অবস্থায় নদীর পাড়ে আছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু পরিবারের লোকজন তাকে ভোর ৫ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

আরো সংবাদ