আজ - বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৪:১৭

যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

যশোরের চৌগাছায় ফাতেমা খাতুন (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা কালিতলা বাবুঘাট পাড়ায় এলাকার মৃত জিন্নাহ দফাদারের ছেলে সোহাগ হোসেনের স্ত্রী। তারা মহেশপুর উপজেলার জিতেরপুর গ্রামের আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন। নিহতের বাবার বাড়ি মাগুরা জেলায়।
স্থানীয় বাসিন্দা ও পাশের বিল্ডিংয়ে কাজ করা শ্রমিকরা জানান, সকালে সোহাগ অচেতন অবস্থায় স্ত্রীকে একটি ভ্যানে তুলতে চেষ্টা করছিল। এ সময় শ্রমিকরা দেখতে পান, ফাতেমার জিহ্বা বের হয়ে আছে। জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রীর মৃত্যুর খবর শুনেই হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় সোহাগ। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, সোহাগ চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা ধারণা করছেন, ফাতেমা হত্যাকাণ্ডের শিকার হতে পারে।

এ বিষয়ে চৌগাছা থানার এসআই মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বামী সোহাগ পলাতক রয়েছে। নিহতের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->