আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৩৭

রায়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর বিএনপি নেত্রী নিপুণের

 

হরতালে বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর আসামির নাম হাজি আরমান হোসেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে হাজারীবাগ থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস জিজ্ঞাসাবাদের জন্য দুইজনের সাত দিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দুজনের তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।

রোববার বিকেলে হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদানের অভিযোগে এক কর্মীসহ বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করে র‍্যাব।

তখন র‍্যাব-১ জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজতের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নিপুন রায় চৌধুরীকে আজ বিকাল ৪টায় র‍্যাব গ্রেফতার করে। নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে এর আগেই র‍্যাব গ্রেফতার করা হয়।

আরো সংবাদ