আজ - বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:২০

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই ভাই আটক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই ভাইকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

টেকনাফের নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়।

তারা হলেন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা রহমত উল্যাহ ও শফি উল্যাহ।

এপিবিএন ১৬-এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, আটক দুজন সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।

আইনি পদক্ষেপ নেয়ার জন্য আটকের পর দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত