আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৩০

১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মায়ের করা মামলায় শনিবার দুপুরে পুলিশ ধর্ষক সাইফুল ইসলাম সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের এক প্রবাসীর শিশুকন্যাকে গত ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টায় বাড়ির পাশে পুকুরপাড়ে একা পেয়ে একই গ্রামের প্রতিবেশী রবিউল ইসলাম রবির ছেলে সাইফুল ইসলাম ১০ টাকার লোভ দেখিয়ে তাদের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে।

শিশুটি পরবর্তীতে বাড়িতে গিয়ে জানালে তাকে নিয়ে বুড়িচং উপজেলা সদরের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকের কাছে নিয়ে যান মা। বিষয়টি জানাজানি হলে একটি চক্র বিচারের নামে কালক্ষেপণ করতে থাকে। উপায়ন্তর না দেখে শনিবার ধর্ষিতার মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন।

বুড়িচং থানার সেকেন্ড অফিসার সুজয় কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষক সাইফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুড়িচং থানার ওসি (তদন্ত) মাসুদ খান ঘটনায় মামলা ও আসামি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।

আরো সংবাদ